নাশকতার অভিযোগে ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ১১:২২ পিএম

নাশকতার অভিযোগে ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সংগৃহীত ছবি

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাঁকে না পেয়ে তাঁর ছোট ভাই এবং গাড়িচালককে ডিবি ধরে নিয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগে তাদের নামে পল্টন থানা পুলিশ মামলা করে।

এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় জনকে আদালতে হাজির করা হয়।

ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধরের সাথে আর কারা জড়িত, সেই তথ্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন জানিয়ে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। আদালতের কাছে প্রত্যেক আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।

পরে ইশফাকসহ এই ছয় আসামির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলায় আরও ৪৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়নি।

Link copied!