ডিসিদের মতো এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছ: ধর্ম উপদেষ্টা

ইউএনবি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৫৫ পিএম

ডিসিদের মতো এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছ: ধর্ম উপদেষ্টা

ছবি: ইউএনবি

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ডিসিদের মতো ২০১৮ সালের নির্বাচনে যেসব পুলিশ সুপার (এসপি) দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে ওএসডি করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানোর কাজ চলমান রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মডেল মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এই সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশ প্রশাসনে অস্থিরতা ছিল। সরকারের প্রচেষ্টায় পুলিশকে আস্থার জায়গায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসে ওমরা যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম বেশি নেওয়া টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, প্রকল্প পরিচালক ফেরদৌস-উর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যায়ে মসজিদটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। পরে উপদেষ্টা জেলার লালপুর মডেল মসজিদের উদ্বোধন করেন।

Link copied!