আদেশের পঞ্চম দিনেও রংপুরে নেই এডিসি হারুন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:৩৬ পিএম

আদেশের পঞ্চম দিনেও রংপুরে নেই এডিসি হারুন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ছাত্রলীগের ২ নেতাকে থানায় আটকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) হারুন অর রশীদ এখনও রংপুরের কর্মস্থলে উপস্থিত হননি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন দ্য রিপোর্টকে এই বিষয়টি নিশ্চিত করেন।

এডিসি হারুন রংপুরে আসছেন কি না বা কবে আসবেন জানতে চাইলে ডিআইজি বাতেন জানান, এখন পর্যন্ত এডিসি হারুন রংপুরে উপস্থিত হননি। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় প্রথমে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে বরখাস্ত করা হয়। পরে ১০ সেপ্টেম্বর দুইবার বদলি করা হয়। প্রথমে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হলেও ছয় ঘণ্টার ব্যবধানে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে  এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার করা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত  করা হয়। তবে ছয় কর্ম দিবস চলমান হলেও তিনি এখনও রংপুরে উপস্থিত হননি। 

এডিসি হারুনুর রশিদকে সাময়িক বরখাস্তের নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন, এর আওতায় থেকেই রংপুর রেঞ্জে সুযক্ত থাকার কথা। কিন্তু তিনি তার বেতন ভাতা পাবেন

তবে সেখানে কোন কাজে সরাসরি জড়িত বা সামিল হতে পারবে না তাকে সর্বদাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে হাজিরা দিতে হবে এবং তাদের নিদের্শনায় থাকতে হবে।

গণমাধ্যমে এ কয়দিন এডিসি হারুনুর রশিদ তাঁর অবস্থান সম্পকে কথা বললেও রমনা জোন থেকে ১২ সেপ্টেম্বর চার্জ হ্যান্ড ওভার করেছেন রমনা জোনের সদ্য দায়িত্বপ্রাপ্ত এডিসি আক্তার হোসেনকে। 

উপ-পুলিশ কমিশনার হারুনুর রশিদ এখনো রংপুর রেঞ্জে উপস্থিত না হননি বলে বর্তমানে তাঁর কোন সরকারি নম্বর নেই। এ কারণে বিষয়টি নিয়ে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Link copied!