এডিসি হারুনকাণ্ড: আরও তিন দিন সময় পেল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৫:২৫ এএম

এডিসি হারুনকাণ্ড: আরও তিন দিন সময় পেল তদন্ত কমিটি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনার তদন্ত শেষ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটিকে দ্বিতীয় দফায় তিন দিন সময় বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর আগে তদন্ত শেষ করতে ডিএমপি কমিশনারের কাছে আরও সাত দিনের আবেদন করে তদন্ত কমিটি।

৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সেসময়ও পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করেছিলেন। সে বর্ধিত সময় শেষ করে আজই জমা দেওয়ার কথা ছিল। তবে আজও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। কমিটি পুনরায় আরও ৭ দিনের সময়ের আবেদন করেছেন ডিএমপি কমিশনারের কাছে।

এর আগে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন কমিশনার বরাবর মঙ্গলবার জমা দেবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিশনার যে ব্যবস্থা গ্রহণ করার সেটা তিনি করবেন।

তিন সদস্যদের তদন্ত কমিটিতে সভাপতি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ। অপর দুই সদস্য রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

কমিটিকে প্রথমে ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দিতে বলা হয়। পরে তদন্ত শেষ না করতে পারায় আরও পাঁচ দিন সময় বাড়ানো হয়। সোমবার এই পাঁচ দিন শেষ হয়েছে।

Link copied!