আগস্ট ১৫, ২০২৩, ১০:২৪ এএম
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও কেউ আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিএমপি গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব প্রতিরোধে সাইবার ইউনিট কাজ করছে। কোনো বিষয় নজরে এলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেবে। এছাড়া ঘটনা পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় তার গতিবিধি পর্যবেক্ষণ করে সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হতে থাকে তার অনুসারী ও জামায়াত কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য।