অ্যাম্বুলেন্সে বাবার মৃতদেহের পাশে জন্ম সন্তানের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৩, ০৬:২৪ পিএম

অ্যাম্বুলেন্সে বাবার মৃতদেহের পাশে জন্ম সন্তানের

ছবি: সংগৃহীত

স্বামীর মরদেহ নিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে সেই অ্যাম্বুলেন্সেই কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে আশাশুনি যাওয়ার পথে বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আলতাফ হোসেন (৩৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছোট ছেলে। নিহতের স্ত্রী রহিমা খাতুন ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।

জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটা শ্রমিক আলতাফ হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথেই  লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। এ সময় ওই অ্যাম্বুলেন্সের মধ্যে স্বামীর মরদেহের পাশেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন (৩৫) গত দুই সপ্তাহ আগে ভাটা শ্রমিক হিসেবে কাজ করার জন্য ঢাকার সাভারে যান।  সেখানে গিয়ে  কিছুদিন পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ব্লাড ক্যান্সার হয়েছে। 

শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৯ ডিসেম্বর) আলতাফকে সাভার থেকে সাতক্ষীরায় ফিরিয়ে আনা হয়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের মৃত্যু হয়।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাউদ গাজী বলেন, “লাশবাহী গাড়িতে আলতাফ হোসেনের মরদেহ প্রতাপনগরে ফিরিয়ে আনা হচ্ছিল। এ সময় বুধহাটা এলাকায় তার গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। আমরা পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতা করব।’’

 

Link copied!