পার্থ-নুর-মাহতাবের জামিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ০৫:২২ পিএম

পার্থ-নুর-মাহতাবের জামিন

আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও আসিফ মাহতাব

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলাকালীন রাজধানীতে নাশকতার অভিযোগে একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসরও জামিন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে একই ইস্যুতে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

Link copied!