সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেঙ্গর শাহী মসজিদের সামনে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ-৩ এর নৌকাপ্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্দি দাসের সমর্থক ছিলেন মো. জিল্লুর নামে ওই ব্যক্তি।
নিহত মো. জিল্লুর মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।