রাজধানীতে তিন স্থানে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ০৮:১৫ পিএম

রাজধানীতে তিন স্থানে বাসে অগ্নিসংযোগ

নিউমার্কেট এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি

ঢাকায় তিন জায়গায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সায়েদাবাদ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে এসব ঘটনা ঘটে। আগামীকাল দেশব্যাপী দুই দিনের অবরোধ করতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। 

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

দ্বিতীয় দফায় বিএনপির অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর তিন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ দুটি জায়গাতেও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে উঠে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। অবশ্য এর আগেই বাস পুড়ে যায়। 

এর ৫ মিনিট পর ৭টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। 

এর পর ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপদ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধে দেশের বিভিন্ন স্থানে ৩১টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান; পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। 

Link copied!