আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এর আগে আজ সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বারের ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১২টার দিকে একদল আইনজীবী ‘জাল ভোট জাল ভোট’ বলে হইচই শুরু করেন। এরপর ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগ ও গণ্ডগোলে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ শুরু হয় বুধবার সকাল ৯টায়। বৃহস্পতিবার বিকল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা ছিল।