৬১ জন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২৪, ১১:১৮ এএম

৬১ জন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে নির্বাচনী অপরাধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬১ জন প্রার্থী ও সমর্থকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।

এর মধ্যে অন্যতম চট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান, যার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

এছাড়া ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী-৪ আসনের আবুল কালাম আজাদ ও নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, একই আসনের স্বতন্ত্র আতাউর রহমান; জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী, ঠাঁকুরগাঁও-২ আসনের স্বতন্ত্র মো. আলী আসলাম, নেত্রকোণা-১ আসনের স্বতন্ত্র জান্নাতুল ফেরদৌস আরা, মাগুরা-২ আসনে জাতীয় পার্টির মো. মুরাদ আলীসহ ৬১ জন প্রার্থী-সমর্থকের নামে মামলার নির্দেশ দেয়া হয়েছে।

Link copied!