শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা-মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মশিউর (৫০) ও তার ছেলে সাহদাবের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এই হত্যা চেষ্টার থেকে সাত বছরের মেয়ে বেঁচে গেছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। সুরতহাল শেষে তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, মশিউর শেয়ারের ব্যবসা করতেন। আর ছেলে সাহদাব উচ্চমাধ্যমিকে পড়াশুনা করতো।