বাবার অসুস্থতার সূত্রে অনুসন্ধান, বেরিয়ে আসে হত্যাকাণ্ড ও লিঙ্গ পরিবর্তনকারী চক্র

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৩, ১২:১০ এএম

বাবার অসুস্থতার সূত্রে অনুসন্ধান, বেরিয়ে আসে হত্যাকাণ্ড ও লিঙ্গ পরিবর্তনকারী চক্র

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে সন্ধান মেলে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের। ছবি : পিবিআই

আশুলিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়ার পরদিনই ভাড়া বাসা ছাড়েন তৃতীয় লিঙ্গের চম্পা। বাড়িওয়ালাকে জানান বাবার অসুস্থতার কথা। বাবার অসুস্থতার সূত্র ধরে অনুসন্ধানে নামেন পিবিআই এর এসআই আনোয়ার হোসেন। আর এই অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। সেই সাথে সন্ধান মেলে লিঙ্গ পরিবর্তনকারী চক্রের। পিবিআই হেডকোয়ার্টার্সে সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পিবিআই প্রধান জনাব বনজ কুমার।

মৃত বাবার অসুস্থতার সূত্র ধরে অনুসন্ধান

২০২১ সালের ৭ জুন আশুলিয়ায় এক ফাঁকা জমিতে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের কোন কুল কিনারা না হলে মামলার তদন্তে নামে পিবিআই। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আনোয়ার হোসেন মামলার ঘটনাস্থল সহ আশ-পাশে যোগাযোগ করেন। পার্শ্ববর্তী ৫ম তলা ভবনের মালিক আক্তার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, লাশ পাওয়ার পরের দিন তার বাসার নিচতলার ভাড়াটিয়া চম্পা নামের এক তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি তার বাবার অসুস্থতার কথা বলে তার গ্রামের বাড়ী জামতলী নারায়ণপুর, জামালপুর সদরে গেছে।

তিনি যোগাযোগ করে জানতে পারেন, উক্ত ঠিকানায় চম্পা হিজড়া নামের একজনের বাড়ী আছে যার পূর্বের নাম নওশাদ। অনুসন্ধানে আরো জানা যায়, আনুমানিক ২০ বছর পূর্বে নওশাদের পিতা-মাতা মারা গেছেন এবং সে ঢাকায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামে যান। পিতা-মাতা না থাকা স্বত্ত্বেও লাশ পাওয়ার পরের দিন পিতার অসুস্থতার কথা বলে নওশাদ ওরফে  চম্পা হিজড়া বাসা ত্যাগ করে গ্রামে চলে যাওয়া তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হয়।

তদন্তকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পিবিআই ঢাকা জেলা তদন্ত টিম ঘটনার সাথে জড়িত সন্দেহে নওশাদ ওরফে চম্পা হিজড়াকে গ্রেফতারের লক্ষ্যে তার গ্রামের ঠিকানায় অভিযান পরিচালনা করেন। অব্যাহত তদন্তের অংশ হিসেবে পিবিআই ঢাকা জেলার তদন্ত টিম জামালপুর, শেরপুর বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর সহ গাইবান্ধা জেলার হিজড়া পল্লিতে অভিযান পরিচালনার করেন। এক পর্যায়ে, নওশাদ ওরফে  চম্পা হিজড়া তার নাম পরিবর্তন করে স্বপ্না হিজড়া নামে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলকার হিজড়া পল্লিতে আত্মগোপণ করে আছে মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হিজড়া পল্লিতে অভিযান পরিচালনা করে গত ১৭ অক্টোবর রাত ৮ টায় তাকে গ্রেফতার করে। ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে বিজ্ঞ আদালত ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জন্মগত হিজড়া ছিল না নওশাদ

জিজ্ঞাসাবাদে  আসামী নওশাদ ওরফে  চম্পা ওরফে স্বপ্না জনায়, সে জন্মগত ভাবে হিজড়া ছিল না। সে বিবাহিত পুরুষ এবং নাম ছিল নওশাদ। তার ১২ বছর বয়সী আকাশ নামের একজন পুত্র সন্তান আছে। প্রায় ১১ বছর আগে তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সে কর্মবিমুখ হয়ে বেকার জীবন যাপন করতে থাকে এবং হতাশ হয়ে পড়ে। স্ত্রী মারা যাওয়ার কিছু দিন পর তার সাথে দেলু হিজড়ার পরিচয় হয়। দেলু হিজড়া নওশাদকে হিজড়া হওয়ার প্রস্তাব দেয় এবং বলে হিজড়া হলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে। দেলু হিজড়ার কথায় প্রলুব্ধ হয়ে নওশাদ হিজড়াদের দলে যোগ দেয়। এর দেড় বছর পর দেলু হিজড়ার কথামত খুলনার লোহাপাড়ায় একজন ডাক্তারের মাধ্যমে অপারেশন করে মেয়ে হিজড়া হয়। সে ডাক্তার অনেক লোককে অপারেশন করে হিজড়া বানিয়েছে। হিজড়া হওয়ার পরে নওশাদ তার নাম পরিবর্তন করে চম্পা নাম ধারণ করে দেলু হিজড়ার অধীনে ৪/৫ বছর কাজ করে।

টাকা ও ত্রিভুজ প্রেমের দ্বন্দে খুন

ঢাকার আশুলিয়ার এনায়েতপুরে গিয়ে বসবাস শুরু করে চম্পা। আশুলিয়ার এনায়েতপুরে বসাবাসকালে ভিকটিম রাকিব হাসান শাওন এর সাথে তার পরিচয় হয়। ভিকটিম রাকিব হাসান অবিবাহিত পুরুষ ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং স্বামী-স্ত্রী হিসেবে তারা একসাথে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। ভিকটিমের খরচ চম্পা বহন করতো। ২০২১ সালের পহেলা জুন ভিকটিম রাকিব তার নিকট ১ হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় ভিকটিম রাকিব তার সাথে খারাপ ব্যবহার করে। ভিকটিম পুনরায় তার নিকট ২০ টাকা চায়। সে ভিকটিম রাকিবকে ২০ টাকা দিলে ঐ টাকা দিয়ে রাকিব ২টা মাইলাম ট্যাবলেট কিনে খায়। মাইলাম ট্যাবলেট কিনতে যাওয়ার সময় রাকিব তার মোবাইল ফোনটি বাসায় রেখে যায়। ঐ সময় ভিকটিমের মোবাইলে রিপা নামের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ফোন করে। নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না ফোনটি রিসিভ করে জানতে পারে, রিপার সাথেও ভিকটিম রাকিবের প্রেমের সম্পর্ক সহ শারিরীক সম্পর্ক রয়েছে। মাইলাম ট্যাবলেট কিনে রাকিব বাসায় ফিসে আসলে নওশাদ ওরফে চম্পা ভিকটিম রাকিবের নিকট রিপার বিষয়ে জানতে চায়। এই নিয়ে তাদের মধ্যে বাতবিতন্ডা হলে নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না ভিকটিম রাকিবের গলায় গামছা পেচিঁয়ে তাকে হত্যা করে। হত্যার পর আসামী নওশাদ তার গুরুমা রুমি হিজড়ার বাসা থেকে চটের বস্তা নিয়ে এসে উক্ত বস্তায় ভিকটিম রাকিবের লাশটি ভরে পাশের রুমে রেখে গুম করার সুযোগ খুঁজতে থাকে। কেউ যেন কিছু বুঝতে না পারে তার জন্য সে দিনের বেলা তার কাজকর্ম শেষ করে বাসায় ফিরে এসে রাত্রী যাপন করতো। ৫ দিন পর ৬ষ্ঠ দিনের মাথায় ৭ ই জুন তারিখ প্রচন্ড বৃষ্টির কারণে সন্ধার পরে এলাকায় বিদ্যুৎ না থাকায় সে বস্তায় ভরে রাখা ভিকটিমের লাশটি নিয়ে এসে রাতের অন্ধকারে বাসার পাশে ঝোপের মধ্যে (ঘটনাস্থলে) ফেলে রেখে সে তার স্বাভাবিক কাজকর্ম করতে থাকে। পরের দিন সকালে স্থানীয় লোকজন বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না পালিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলকার হিজড়া পল্লিতে গিয়ে তার নওশাদ ওরফে চম্পা নাম পরিবর্তন করে স্বপ্না হিজড়া নামে আত্মগোপণ করে। 

চম্বা ওরফে স্বপ্না হিজড়াকে খোঁজাখুজির এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মোঃ রাকিব হাসান শাওন, পিতা-মোঃ শাহ আলম, সাং-ভাইজোড়া, থানা-বামনা, জেলা-বরগুনা এর নামে একটি ঠিকানা পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা মোঃ রাকিব হাসান শাওন এর স্থায়ী ঠিকানায় যোগাযোগ করে তার পিতার মোবাইল নম্বর সংগ্রহ করে তার পিতার সাথে যোগাযোগ করেন। তিনি জানান, তার ছেলে রাকিব ঢাকার আশুলিয়ায় এক হিজড়ার সাথে বসবাস করে। কিন্তু কোথায় থাকে সেই ঠিকানা তিনি বা পরিবারের কেউ জানেন না। রাকিব হাসান শাওনের নামে রেজিস্ট্রেশনকৃত একটি মোবাইল নম্বর এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান এই নম্বরটি তার ছেলে রাকিব হাসান ব্যবহার করে। কিন্তু লাশের ছবি দেখালেও তিনি তার ছেলের লাশ সনাক্ত করতে পারে নাই। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে তিনি ডিএনএ পরীক্ষা করান। ডিএনএ পরীক্ষার এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ঢাকার আশুলিয়ায় পাওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশই তার সন্তান মোঃ রাকিব হাসান শাওন।

উল্লেখ্য পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদারের দিক-নির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার কুদরত-ই-খুদা এর তত্ত্ববধানে তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্তকরণ সহ মামলাটির প্রকৃত রহস্য উদঘটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করেন।

Link copied!