১২ ঘণ্টায় ১২ স্থানে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৩, ১২:৫০ পিএম

১২ ঘণ্টায় ১২ স্থানে অগ্নিসংযোগ

ছবি: ফায়ার সার্ভিস

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ১২ জায়গায় আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা শহরে ৭ জায়গায় আগুনের খবর পেয়েছেন তারা। এ ছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, বরিশাল এবং রংপুরে ১টি করে স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বলছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে সায়েদাবাদ জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। এ আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তোগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

এ ছাড়া গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রোববার ভোরে ডেমরা, জুরাইন বালুর মাঠ ও মিরপুরেও বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। গাজীপুরেও পুড়িয়ে দেয়া হয় একটি বাস।

রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া ভোলার চরফ্যাশনে নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেয়া হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে রাতে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Link copied!