সুন্দরবনে ফ্লাই অ্যাশবোঝাই কার্গো জাহাজ ডুবি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৬:৩৫ পিএম

সুন্দরবনে ফ্লাই অ্যাশবোঝাই কার্গো জাহাজ ডুবি

ছবি: সংগৃহীত

সুন্দরবনের শিবসা নদীতে সিমেন্ট কারখানার ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনার নলিয়ান এলাকার শিবসা নদীর ডুবে চরে আটকে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটি। তবে জাহাজটিতে থাকা ১২ নাবিক সাঁতরে কূলে উঠে যান। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাঈনুল হোসেন মিন্টু সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে এক হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এম. ভি গারোহেরা নামের জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলায় আসছিল। পথিমধ্যে শুক্রবার দুপুর ২টার দিকে শিবসা নদীর খুলনা নলিয়ান এলাকায় পৌঁছালে ডুবো চরে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেঁটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১২ জন নাবিক সাঁতরে কূলে আসেন। জাহাজটি মোংলা বন্দরের শিল্পাঞ্চলের একটি সিমেন্ট ফ্যাক্টরির জন্য ফ্লাইঅ্যাশ নিয়ে আসছিলো।

এ কার্গো জাহাজ ডুবিতে বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ প্রটোকল রুটে নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দিয়েছে বলেও জানান মাঈনুল ইসলাম মিন্টু।

Link copied!