সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয়ে গেছেন।
মঙ্গলবার বিকেলে তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। হিরো আলম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলোচিত এই ইউটিউবার গণমাধ্যমকে বলেন, “ঢাকা-১৭ আসনের নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওই দিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়েছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বিচার হবে।”
হিরো আলম এসময় আরও বলেন, “আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু করবেন, সব কিছু ভালো করবেন- এটা আমার আস্থা আছে।”
এর আগে, চলতি বছরের ৬ আগস্ট দুপুরের দিকে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। ওই সময় হিরো আলম বলেছেন, “বিএনপি নেতা রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উলটাপালটা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।”
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর ওপর হামলা চালায় কিছু লোক। হামলায় আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম। তার ওপর হামলাকারীদের তথ্য জানাতেই মূলত মঙ্গলবার ডিবি অফিসে যান তিনি।