শাহবাগ থানার ভেতরে সাংবাদিক পেটাল পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:৫০ পিএম

শাহবাগ থানার ভেতরে সাংবাদিক পেটাল পুলিশ

প্রেস কার্ড থাকা সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ ও বুটের আঘাত করে।

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে দুইদফা পুলিশের হামলার শিকার হয়েছে সাংবাদিকরা। প্রথমে সচিবালয়ের সামনে পুলিশ লাঠিচার্জ করলেও পরবর্তীতে শাহবাগ থানার সামনে গেলে সেখানে আরেকদফা লাঠিচার্জ করে পুলিশ। দুই দফা লাঠিচার্জে ৬ জন সাংবাদিক আহত হয়। আহত সাংবাদিকরা দাবি করেছেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। 

হামলায় আহত দ্য রিপোর্ট ডট লাইভের সাংবাদিক কাওসার রিপন বলেন, ম্যাটসের শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য সংগ্রহের সময় তাদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় আমাদের প্রেস কার্ড থাকা সত্ত্বেও পুলিশ আমাদের লাঠিচার্জ ও বুটের আঘাত করে। পরবর্তীতে এই হামলার বিচার চাইতে গেলে থানার ভেতরে আরেকদফা লাঠিচার্জ করে।

থানার ভেতরে সাংবাদিকের ওপর চড়াও হয় পুলিশ

বর্তমানে পুলিশের হামলার বিচারের দাবিতে থানার গেটের সামনে অবস্থান নেয় সাংবাদিকরা। আহত সাংবাদিকদের মধ্যে হলো দ্য রিপোর্ট ডট লাইভের কাওসার আহমেদ রিপন, দৈনিক কালের কণ্ঠের খন্দকার আসিফুজ্জামান ও মাহাদী হাসান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল রাকিব, ব্রেকিং নিউজ ডট কমের শিমুল খান, জাগো নিউজের মো. রেদওয়ান আহত হন। তাদের মধ্যে ৪ জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম শাহাবুদ্দিন শাহীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে মন্তব্য করেন। এদিকে রমনা জোনের ডিসি মাসুদ আলম এই বিষয়টি সুরাহা করার নিশ্চয়তা দেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনা আমাদের গোচর হয়েছে। শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হবে।

Link copied!