ইশরাকের মেয়রের শপথ ঠেকাতে আপিল করবেন রিটকারী আইনজীবী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৫, ০৬:৫১ পিএম

ইশরাকের মেয়রের শপথ ঠেকাতে আপিল করবেন রিটকারী আইনজীবী

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন হাইকোর্ট খারিজ করার পর এবার আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রিটকারী আইনজীবী শাকিল আহমেদ।

বৃহস্পতিবার, ২২ মে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রিটকারী আইনজীবী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শনিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করা হবে। এর জন্য ফাইল প্রস্তুত করা হচ্ছে।

এর আগে সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

ইশরাকের আইনজীবীরা জানান, এতে তার শপথ দিতে বাধা নেই।

ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে রাজধানীতে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা।

Link copied!