গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৩, ০৬:৫৬ এএম

গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অপেক্ষারত অনাবিল পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টার মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র হঠাৎ এসে বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাসের সর্বত্র ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক দ্য রিপোর্টকে জানান, ‘ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অপেক্ষমান অনাবিল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আমরা পেয়েছি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে গাড়িতে কিছু যাত্রী ছিল তারা দ্রুত প্রস্থান করতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

মো. আবু সিদ্দিক আরও জানান, কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের এখনো সনাক্ত করা না গেলেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অচিরেই এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!