বছরের শেষরাতে ব্যাডমিন্টন খেলতে মৃত্যু পুলিশ কর্মকর্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৪, ০৩:১৪ এএম

বছরের শেষরাতে ব্যাডমিন্টন খেলতে মৃত্যু পুলিশ কর্মকর্তার

সংগৃহীত ছবি

শীতকাল আসলে রাতের বেলা ব্যাডমিন্টন খেলা নতুন কিছু নয়। সহকর্মীদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামান মনির (৫৫)। হঠাৎই বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মারা গেছেন তিনি।

রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রবিবার রাত ৯টার দিকে থানা ক্যাম্পাসের কোর্টে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নামেন এসআই মনির। এর ৮-১০ মিনিট পর তিনি হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্যরা দ্রুত পুলিশ ভ্যানে তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার অপারেশন অফিসার এসআই মনির হোসেন জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। মনির ভাই অত্যন্ত ভাল মানুষ ছিলেন।তার এই হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

রবিবার রাত সাড়ে ১০টায় রাজবাড়ী পুলিশ লাইন জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজ শেষে তার মরদেহ পুলিশের তত্ত্বাবধানে গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় স্বজনদের কাছে নিয়ে যাওয়া হয়।

Link copied!