অনুমোদন ছাড়া ছাদে রেস্তোরাঁ, ল্যাব এইডকে জরিমানা

জাতীয় ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০১:২৪ পিএম

অনুমোদন ছাড়া ছাদে রেস্তোরাঁ, ল্যাব এইডকে জরিমানা

ব্রিফিংয়ে দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ল্যাবএইড হাসপাতালের ছাদে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনা ও কিচেনে সিলিন্ডার লিকেজ রাখার জন্য দুই লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে পৌনে চারটা থেকে ঘণ্টাব্যাপী ল্যাবএইড হাসপাতালে অভিযান পরিচালনা করেন দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযান শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ল্যাবএইড হাসপাতালের অষ্টম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটা নকশাতে ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সিঁড়ির পাশে রেস্টুরেন্টটির কিচেনে ব্যবহারের জন্য বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া যায়। যা সবার জন্য ঝুঁকিপূর্ণ। হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, ছাদের এই স্থাপনা নির্মাণের অনুমতি নেয়নি কর্তৃপক্ষ। যেকোনো সময় এখানে আগুন লাগতে পারে।

একই দিন ওয়েস্টার্ন গ্রিল নামে একটি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা ও নিউ মার্কেটের ১৯টি দোকান ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে রেস্টুরেন্টের গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে প্রাণ হারান ৪৬ জন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। অবৈধ, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Link copied!