রংপুর নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতির মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নবজাতকটি উদ্ধার ও হাসপাতালের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হলি ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক এম এস রহমান রনি (৫৮), নবজাতকের ক্রেতা রংপুর নগরের মধ্য পীরজাবাদ এলাকার রুবেল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী জেরিনা আক্তার (৩০)।
এর আগে গত ১৭ জানুয়ারি (বুধবার) সকালে হলি ক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও রোগীর পরিবারের অসহায়ত্বকে কাজে লাগিয়ে নবজাতক শিশুটির বিক্রির এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, নগরীর বুড়ারঘাট এলাকার লাবনী বেগম গত ১৩ জানুয়ারি নগরীর বাসটার্মিনাল সংলগ্ন হলি ক্রিসেন্ট হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। ওইদিন রাতে সিজারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত দিয়ে লাবনীর আকুতি-মিনতি স্বত্ত্বেও হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিতি জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের কাছে ৪০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালি থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।