৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল; ঘটনা তদন্তের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২৩, ০৯:১৮ এএম

৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল; ঘটনা তদন্তের নির্দেশ

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর-৩ আসনে ছাত্রলীগের সাবেক এক নেতা ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকায় সিল মেরেছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। এই দৈনিক প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসায় জেলা নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠির মাধ্যমে ভোটকেন্দ্রে নিয়োজিত সকল ভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য নিয়ে এই তদন্ত করার নির্দেশ দিয়েছেন কুমিল্লার রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

এর আগে রবিবার লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাদশ জাতীয় সংসদের শেষ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।  এদিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। অন্য দিকে লক্ষ্মীপুর-৩ আসনে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে গলায় নৌকা প্রতীকের কার্ড ঝোলানো ছাত্রলীগ নেতা ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরেছেন। আরেকজন তাকে সিল মারতে সহায়তা করেছেন।

ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর এ উপনির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Link copied!