কেএনএফকে রুখতে থানচি বাজারে গোলাগুলি

জাতীয় ডেস্ক

এপ্রিল ৪, ২০২৪, ০৯:৫৭ পিএম

কেএনএফকে রুখতে থানচি বাজারে গোলাগুলি

বান্দরবানে থানচি বাজার এবং হাসপাতালের পেছনে ও পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলির খবর এসেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আটটা ৪০ মিনিটে এই গোলাগুলি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন। তিনি বলেন, ‘এলাকায় কেএনএফের সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলির খবর আসছে।’

গোলাগুলির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।’

র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা শুনেছি থানচিতে গোলাগুলি হচ্ছে। এ মুহূর্তে এর বেশি কোনো তথ্য নেই আমাদের কাছে।’

গোলাগুলি কীভাবে শুরু হলো তা উল্লেখ করে ওই এলাকায় অবস্থানরত একজন পর্যটক বলেন, ‘রাতে আমরা তিনজন একটি হোটেলে খেতে বসেছিলাম। ঠিত তখনি বৃষ্টির মতো গোলাগুলি শুরু হয়। আমরা খাবার ফেলে একটি দোকানে এসে লাইট বন্ধ করে বসে আছি। প্রচুর গুলি হচ্ছে। আমাদের সঙ্গে স্থানীয় আরও কয়েকজনও এই ঘরে আটকা পড়েছেন।’

পরিস্থিতির ভয়াবহতা জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। অবস্থা ভয়াবহ।’

Link copied!