অবৈধভাবে কয়লা বিক্রির সময় দুটি জাহাজসহ চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:১৮ পিএম

অবৈধভাবে কয়লা বিক্রির সময় দুটি জাহাজসহ চোরাকারবারী আটক

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাণিজ্যিক জাহাজ হতে কয়লা চোরাকারবারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে লেফট্যানেন্ট সাব্বির আহমেদের নেতৃত্বে  কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় অভিযান চালায়। সে সময় আনুমানিক ৬৫০ টন কয়লা নিয়ে কয়লাবাহী জাহাজ এম.ভি. আল রত্না এবং অন্য একটি জাহাজ এম.ভি. তানজিলা-২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজশে আনুমানিক ৬০ টন কয়লা অবৈধভাবে বিক্রির সময় জাহাজ দুটির স্টাফ এবং শ্রমিকসহ সর্বমোট ৩৭ জনকে ঘটনাস্থলে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত দুটি জাহাজ এবং ব্যক্তিদের তল্লাশি করে অবৈধভাবে কয়লা ক্রয়ের জন্য নগদ (এক লক্ষ) টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি পাওয়া যায়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, অবৈধভাবে কয়লা ক্রয়/ বিক্রয়ের সাথে জড়িত ৩ জন এবং পলাতক এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ারকে আসামি করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। 

এছাড়া জব্দকৃত জাহাজ দুটি, কয়লা ও আটককৃত স্টাফ এবং শ্রমিকসহ মোট ৩৪ জনকে মুচলেকা নিয়ে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Link copied!