ছাত্র ইউনিয়ন সভাপতির সভাপতি দীপক শীলের পরিবারকে অচেতন করে জমির দলিলসহ ,টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত সোমবার ১৮ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে ফেসবুক পেইজে এই ঘটনার সত্যতা বর্ণনা করেন দীপক।
এ বিষয়ে দ্য রিপোর্ট তাঁর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় চার লাখ টাকার নগদ অর্থসহ, তিন ভরি স্বর্ণ ,ব্যাংকের চেক বুক, বেশ কয়েকটা জমির দলিল চুরি গেছে। এর আগেও বসতবাড়ির জমির দলিলসহ আরো কিছু জমির দলিল নকল করে পুরো পরিবারকে উচ্ছেদের হুমকি দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আর কেউ নয় বরং তার বাড়ির আশে পাশের কিছু লোকজন।
এর আগে গত মাসের ২০ তারিখে পিরোজপুর থানায় তাঁর নামে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়। অথচ পাঁচ তারিখের ওই ঘটনায় পিরোজপুরে ছিলেন না দীপক শীল।
পরিবারের বাড়তি সুরক্ষায় পিরোজপুর থানায় ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে একটি মামলা দায়ের করেন তিনি।