রাজধানীতে দুই ঘণ্টায় তিন বাসে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৭:৫৫ পিএম

রাজধানীতে দুই ঘণ্টায় তিন বাসে অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগের রাতে রাজধানীতে দুই ঘণ্টা সময়ের মধ্যে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুলিস্তান, মিরপুর-১৩ ও কলাবাগানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া নয়টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এসব ঘটনা ঘটে।

গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে রাত সোয়া ৯টার দিকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এরপর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

কলাবাগান : রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

এরপর রাত ১০টা ৫০-এর দিকে রাজধানীর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এরপর থেকেই খণ্ডবিরতি দিয়ে হরতাল ও অবরোধের কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো। সেই ধারাবাহিকতায় রবিবার (২৪ ডিসেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

Link copied!