১৫ বছরে ট্রাফিক জরিমানা আদায় প্রায় ৭৭৬ কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৫:৩৭ পিএম

১৫ বছরে ট্রাফিক জরিমানা আদায় প্রায় ৭৭৬ কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ৭৭৫ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে। দ্বাদশ সংসদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর শাওনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানার মাধ্যমে ৭৭৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৮০৭ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করেছে।

অর্থাৎ ট্রাফিক পুলিশ বিভাগ প্রতি বছর গড়ে ৫১ কোটি ৭২ লক্ষ টাকা এবং এই অনুপাতে প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি টাকার জরিমানা আদায় করেছে।

কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, পুলিশের বিভিন্ন স্থানে জরাজীর্ণ থানাগুলোকে আধুনিক এবং প্রয়োজনীয় দাপ্তরিক ও আবাসিক সুবিধা সৃষ্টির লক্ষ্যে ‘দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানায় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।

Link copied!