নারী বিদ্বেষ থেকে কোপালেন সাতজনকে, একজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২০, ২০২৩, ১২:১৩ এএম

নারী বিদ্বেষ থেকে কোপালেন সাতজনকে, একজনের মৃত্যু

ফাইল ছবি

নারীদের প্রতি অনেক বিদ্বেষী এক যুবক। প্রতিনিয়তই নারীদের রাস্তাঘাটে বিরক্ত করতেন। জেলও তারপর একদিন নারী-পুরুষ মিলিয়ে সাত জনকে দা দিয়ে কোপালেন। আহত হয়ে পরে মৃত্যু হয় আরজুদা বেগম (৫০) নামে এক নারীর।

বুধবার (১৯ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর এলাকার সাবর বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন- সাজু মিয়া (৫০) নয়ন মণি (১৪) মুখলেস মিয়া (৪৫) ওমর আলী (৮০) খালেদা বেগম (৪৪) রাবেয়া বেগম (৫০)। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়েছে।

মৃত আরজুদা ভাদুঘর এলাকার সবুজ আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক সিহাব মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
আহত এক নারী নয়ন মণি বলেন, আমরা পুকুর পাড়ে যাচ্ছিলাম তখন আমাকে দা দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। সাথে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ঘাতক সিহাব নারী বিদ্বেষী ছিলেন। সে প্রতিনিয়ত নারীদের রাস্তাঘাটে বিরক্ত করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘাতক সিহাবকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Link copied!