জুলাই ৫, ২০২৩, ০৬:৪৯ পিএম
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় একই হাসপাতালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলির জামিন আবেদন নামঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার মাকসুদা ফরিদা আক্তার মিলি। সংগৃহীত ছবি
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন ডা. মিলির আগাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় আগাম জামিন চেয়ে গতকাল মঙ্গলবার আবেদন করেছিলেন ডা, মিলি। বুধবার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে অধস্তন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইডেন কলেজের শিক্ষার্থী মাহাবুবা রহমান আঁখি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি হয়েছিলেন। গত ৯ জুন ডা, সংযুক্তা সাহা না থাকলেও তার দুই সহযোগী চিকিৎসক আঁখির সন্তান প্রসব করানোর চেষ্টা করেন। এসময় জটিলতা দেখা দিলে নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৮ জুন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবা রহমান আঁখিও মারা যান।
গত ১০ জুন বিকেলে নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়।