রায় কার্যকরের জন্য তারেক-জোবায়দাকে দেশে আনার চেষ্টা করা হবে: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৩, ০৮:১৮ পিএম

রায় কার্যকরের জন্য তারেক-জোবায়দাকে দেশে আনার চেষ্টা করা হবে: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২ আগস্ট) বিকেলে রায় ঘোষণার পর সচিবালয়ে এ কথা জানান তিনি।

আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ থাকবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সবসময় থাকবে, সেটা আমাদের দায়িত্ব। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করবে।’

আইনমন্ত্রী বলেন, বিএনপি বলছে, এটি ফরমায়েশি রায়। এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘মামলাটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর। সে সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সাথে তাদেরই নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানের যথেষ্ট সখ্য ছিল, সেটা সম্বন্ধে আমার কিছু বলার নেই, আপনারাই জানেন। তারাই এই দুর্নীতি মামলাটি দায়ের করেছে।’

তিনি আরও বলেন, তারপরে হাইকোর্টে এই দুর্নীতি মামলা দায়েরের পরে যিনি আসামি তাঁর পক্ষে যাওয়া হয়েছে। হাইকোর্ট যখন সেটা নাকচ করে দিলেন, এরপর আপিল বিভাগে গেছেন ওনারা। আপিল বিভাগ নাকচ করার পরে এই দায়িত্ব বর্তায় বিচারিক আদালতে। এখানে তারা যদি বলেন ফরমায়েশি তাহলে আইন সম্বন্ধে তাদের সম্মুখ ধারণা আছে কিনা আমার সন্দেহ।
 

Link copied!