শ্রম আদালতে চলবে না ড. ইউনূসের মামলার কার্যক্রম

আদালত প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৩, ০৬:৩৬ পিএম

শ্রম আদালতে চলবে না ড. ইউনূসের মামলার কার্যক্রম

সংগৃহীত ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম শ্রম আদালতে চলবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে আগামী ৩ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই মামলার শুনানি হবে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলার কার্যক্রম শ্রম আদালতে চলবে না। একই সঙ্গে আগামী ৩ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাষ্ট্রপক্ষে আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে, ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের বিরুদ্ধে আপিল করা হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

প্রসঙ্গত, এরও আগে ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৩ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

চলতি বছরের ৬ জুন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা ইসলাম অভিযোগ গঠন করে আদেশ দিলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মামলার অন্য তিন বিবাদী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

Link copied!