২২ জনকে আসামি করে সাংবাদিক নাদিমের স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৩, ০৮:০৯ পিএম

২২ জনকে আসামি করে সাংবাদিক নাদিমের স্ত্রীর মামলা

সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার তিন দিন পর ২২ জনকে আসামি করে মামলা করেছেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শনিবার (১৭ জুন) বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে সকালে মূল অভিযুক্ত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে হামলায় সরাসরি অংশ নেয়া চেয়ারম্যানের ছেলেকে এখনো আটক করা সম্ভব হয়নি। নাদিম হত্যায় চেয়ারম্যান বাবুসহ এখন পর্যন্ত ১১ জনকে আটক করল পুলিশ। তবে বাবু ছাড়া অন্যদের পরিচয় জানায়নি পুলিশ। আটক অন্য ১০ জন চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় তাঁর মৃত্যু হয়।

নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। একইসাথে তিনি একাত্তর টিভির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ‌সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান। হামলার সময় বাবু নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Link copied!