নিয়মিত মদ্যপানে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন,রক্ত জমাট বাধা, কার্ডিওমায়োপ্যাথি, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরাও অত্যধিক হারে মদ্যপানের ক্ষতিকর দিকগুলি তুলে ধরেছেন। সম্প্রতি একটি গবেষণা বলছে, মদ্যপানের অভ্যাস শুধু শরীর নয়, প্রভাব ফেলে ত্বকেও।
গবেষণায় উঠে এসেছে, নিয়মিত মদ্যপানের অভ্যাস ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। এতে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। শুধু ত্বক নয়, মদ্যপানের অভ্যাস শরীরেও পানির অভাব ঘটায়। অত্যধিক হারে মদ্যপানের অভ্যাস ত্বকে নানা ধরনের সমস্যা ডেকে আনতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের েএক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মদ্যপানের ফলে ত্বকে যেসব সমস্যা:
১.মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। চোখের তলায় কালি, ফুলে যাওয়ার মতো সমস্যাও কিন্তু অ্যালকোহল সেবনের কারণে হতে পারে।
২.শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। যথেষ্ট ঘুম না হলে শুধু শরীর নয়, জেল্লা হারায় ত্বকও। বেশি মদ্যপান কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
৩.অ্যালকোহল ভিটামিন, কোলাজেনের মতো ত্বকের প্রয়োজনীয় পুষ্টিগুণ শুষে নেয়। পর্যাপ্ত পুষ্টির অভাবে ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে মদ্যপানের পরিমাণ কমান।
৪.মদ্যপানের কারণে বেড়ে যেতে পারে ত্বকের অ্যালর্জির সমস্যা। মদ্যপান করার সঙ্গে সঙ্গে যদি ত্বকে র্যাশ, ফুসকুড়ি বেরোয়, তেমন হলে কিন্তু মদ্যপান ত্যাগ করাই ভাল।