আজ আলিঙ্গনের দিন, প্রিয় মানুষকে নিবিড়ভাবে আলিঙ্গন করেছেন তো?

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ০৫:৩২ এএম

আজ আলিঙ্গনের দিন, প্রিয় মানুষকে নিবিড়ভাবে আলিঙ্গন করেছেন তো?

সংগৃহীত ছবি

আজ যে কাউকে আলিঙ্গন করতে পারেন। ক্যালেন্ডার বলছে, আজ ৬ জানুয়ারি। আলিঙ্গন দিবস।

প্রিয় মানুষকে জড়িয়ে ধরার বা আলিঙ্গনের এই ব্যাপারটা কিন্তু খুব সোজা নয়। নিবিড়ে দুজনার আলিঙ্গনের মধ্যে হাজারও না বলা কথা লুকিয়ে থাকে। প্রেমিক বা প্রেমিকারা আলিঙ্গনের পর তাদের শারীরিক ও মানসিক সুস্থতা আগের থেকে অনেক বৃদ্ধি পায়।

প্রায় ৪৫০ বছর আগে আলিঙ্গনের ইংরেজি ‍‍`হাগ‍‍` শব্দটি প্রথম লেখা হয়েছিল। মনে করা হয়, এটি ‍‍`হুগগা‍‍` ক্রিয়াপদ থেকে উদ্ভূত হয়েছে। যার অর্থ ‍‍`সান্ত্বনা দেওয়া‍‍`। অবশ্য কীভাবে আলিঙ্গনের রীতি শুরু হয়েছিল তা স্পষ্ট নয়। তবে, যতদূর জানি যায়- গত ৫০ বছর বা তারও বেশি সময় ধরে প্রকাশ্যে আলিঙ্গনকে সামাজিক রীতি হিসেবে মেনে চলা হচ্ছে।

সাধারণত, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে শুভেচ্ছা জানানোর সময়, বিদায় জানানোর সময় বা কাউকে অভিনন্দন জানানোর সময় আমরা আলিঙ্গন করি। কাউকে সান্ত্বনা দিতে বা সহানুভূতি জানাতেও আমরা আলিঙ্গন করি।

আলিঙ্গনের কিছু স্বাস্থ্যগত সুবিধাও আছে। যেমন- আলিঙ্গন করলে আমরা মানসিকভাবে স্বস্তি পাই, স্ট্রেস ও রক্তচাপ কমাতে সহায়তা করে। আবার পারস্পরিক বিশ্বাস বাড়ায়। তাই আজ আলিঙ্গন করতেই পারেন।

Link copied!