বাংলাদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সচরাচরই ঘটে। আর বর্ষাকাল আসলে এর পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। গতকাল রাতে রাজধানীর মিরপুর এলাকায় জলাবদ্ধতার পানিতে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। ঢাকার বাসিন্দাদের মাথার উপর রয়েছে পরিকল্পনাবিহীন, কুন্ডুলী পাকানো বৈদ্যুতিক তার, একারণে বর্ষাকালে আবারো ঘটতে পারে এমন দূর্ঘটনা।
বিদ্যুৎস্পৃষ্ট হলে তার আশপাশের মানুষ করণীয় সম্পর্কে অবগত থাকেন না। আবার বেশিরভাগই ভয়ে ঘাবড়ে যান। তবে না ঘাবড়ে তাৎক্ষণাৎ পদক্ষেপ নিলে বাঁচানো যেতে পারে বিদ্যুৎস্পৃষ্ট ব্যাক্তির মূল্যবান প্রাণ। চলুন জেনে নেওয়া যাক এরকম পরিস্থিতি আক্রান্তকে বাঁচাতে করণীয় কী --
বিদ্যুৎস্পৃষ্ট হলে আশপাশের মানুষের করণীয় কী?
বিদ্যুৎস্পৃষ্ট হলে আক্রান্তের নানাধরণের শারীরিক সমস্যা হতে পারে। এ সম্পর্কে `ক্রিটিকাল কেয়ার এবং ইমারজেন্সি মেডিসিন` বিশেষজ্ঞ ডা. রাগিব মনজুর বিবিসিকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে সবচেয়ে বড় শারীরিক সমস্যা দুটো। একটি হলো পুড়ে যাওয়া এবং অন্যটি হল হৃদযন্ত্রের উপরে চাপ সৃষ্টি হওয়া। ” তিনি বলছেন, অনেক সময় `কার্ডিয়াক অ্যারেস্ট` হয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তি মারাও যেতে পারেন।
তিনি আরো বলেন, প্রিয়জন কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে মাথা ঠাণ্ডা রাখা জরুরী। আক্রান্ত ব্যক্তির শরীর পুড়ে গেলে, হার্টের সমস্যা হলে কিংবা অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে না নেয়া পর্যন্ত তাকে বালিশ ছাড়া মাটিতে একপাশে কাত করে শুইয়ে দিতে হবে। শরীরের কাপড় ঢিলা করে দিতে হবে।
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীরে রক্তসঞ্চালন বাড়াতে মালিশ করে দেয়া যেতে পারে। জিহ্বা উল্টে গেছে কিনা পরীক্ষা করা এবং তা উল্টে গেলে আঙুল দেওয়ার পরামর্শ দেন তিনি।