আজ বন্ধুর দিন, বন্ধুত্ব উদযাপনের দিন

ফারহানা জিয়াসমিন

জুলাই ৩০, ২০২৩, ০৬:৩৮ পিএম

আজ বন্ধুর দিন, বন্ধুত্ব উদযাপনের দিন

সংগৃহীত ছবি

বন্ধু আছে জীবনে, আর কী লাগে! বন্ধুত্বের সম্পর্কটি ঠিক এমন করেই জীবনের সাথে জড়িয়ে থাকে। এটি এমন একটি সম্পর্ক যেটি আমরা নিজেরা তৈরি করি। অনেক সময় পরিবারের চেয়েও বন্ধু বেশি কাছের মানুষ হয়ে যায়, যার কাছে মনের সব কথা বলা যায়।

ঠিক যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।

বন্ধুত্বের মতো একটি অমূল্য সম্পর্ককে শ্রদ্ধা জানাতে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব বন্ধুত্ব দিবস। গ্রিটিংস কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ড, গিফট বিনিময়ের মাধ্যমে বন্ধুত্ব উদযাপন করা হয়।

বন্ধু দিবসের শুরু হয়েছিল অনেক আগে। তবে এই দিবস উদযাপনের আগে বন্ধু বাছাইয়ের মতো দিবস বাছাই হয়েছিল বলা যায়।

১৯৩০ সালে বন্ধুত্ব উদযাপনের এই ধারণাটি নিয়ে আসেন বিশ্বখ্যাত উপহারসামগ্রী ও কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের অন্যতম প্রতিষ্ঠাতা জয়েস হল। প্রতিবছর ২ আগস্ট যুক্তরাষ্ট্রে বন্ধুত্ব দিবস উদ্‌যাপন শুরু করেন তিনি। বন্ধু দিবস পালন শুরু হলেও একটা সময় মানুষ ধারণা করতে থাকে বন্ধু দিবস উদযাপনের চিন্তার পেছনের কারণ হলো হলমার্কের কার্ড ব্যবসা। এরপর থেকে বন্ধু দিবস উদ্‌যাপন একরকম বন্ধই হয়ে যায়।

বন্ধু দিবস পালনের আরও একটি ইতিহাস শোনা যায়। ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করেছিল। তার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। সেদিনটি ছিল আগস্টের প্রথম রবিবার। সেই থেকে বন্ধুত্বের সম্মানে আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বন্ধু দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পায় প্যারাগুয়ের চিকিৎসক র‌্যামন আর্থেমিও ব্রেচের প্রস্তাবিত দিনটি। হলমার্কের প্রতিষ্ঠাতা হলের বন্ধু দিবস উদযাপন বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৫৮ সালের ২০ জুলাই নতুন করে বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের প্রস্তাব দেন র‌্যামন। বিশ্বব্যাপী ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্ধুত্ব, ঐক্য ও ভালোবাসা ছড়িয়ে দিতে গঠন করেন ফ্রেন্ডশিপ ক্রুসেড। সংগঠনটি প্রতি বছরের ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস পালন করতে জাতিসংঘের কাছে প্রস্তাব পাঠায়।

দীর্ঘ ৫৩ বছর পর ২০১১ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস ঘোষণা করেন।

সেই থেকে ৩০ জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস। তবে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের কিছু দেশে বন্ধু দিবস পালিত হয় আগস্টের প্রথম রবিবার। আবার কোনো কোনো দেশে ৮ এপ্রিল বন্ধু দিবস হিসেবে পালন করা হয়।

কোনো একটি দিন বন্ধুত্বের নামে উৎসর্গ করা হোক বা না হোক, বন্ধুরা প্রতিদিনই মনে করিয়ে দেয় বন্ধুত্বের সম্পর্কটি অনেক বেশিই শক্তিশালী।

Link copied!