আধ ঘন্টার চুমুতে ওজন কমে ৬৮ ক্যালোরি!

লাইফস্টাইল ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২১, ০১:৪৫ এএম

আধ ঘন্টার চুমুতে ওজন কমে ৬৮ ক্যালোরি!

নানা কারণে ওজন বৃদ্ধি পেতে পারে। নানা ধরণের শারীরিক সমস্যা এর মধ্যে অন্যতম। অন্যসব কারনের মধ্যে রয়েছে থাইরয়েডের গ্রন্থির অকার্যকারিতা, পলিসিসটিক ওভারি সিনড্রোম, স্টেরয়েড ট্রিটমেন্ট, ডায়াবেটিস, শরীরে পানি জমে যাওয়া ইত্যাদি। ওজন বৃদ্ধির ফলে অন্যান্য শারীরিক অসুস্থতাও শুরু হয়। বিশেষ করে যখন পেটের মেদ বৃদ্ধি পায়।

ওজন কমাতে অনেকে অনেক কিছুই করেন। জিমে যান, খাওয়া কমান, বাড়িতেই শরীরচর্চা করেন, অথচ তার পরেও কমতে চায় না ওজন। অনেকে তো আবার হতাশ হয়েও পড়েন। কিন্তু এগুলি ছাড়াও ওজন কমানোর একটি সহজ পন্থা রয়েছে। আর তা হল শারীরিক ঘনিষ্ঠতা। আপনি যদি আপনার প্রিয়জনকে একটি দীর্ঘ চুমু খান সেক্ষেত্রেও কমতে পারে আপনার দৈহিক ওজন।

লস অ্যাঞ্জেলেসের একজন সেক্সোলজিস্টের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের লাইফস্টাইল বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, চুম্বন যদি খুব বেশি দীর্ঘ হয় এবং তাতে যদি গভীরতা থাকে এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে সেক্ষেত্রে ৯০ ক্যালোরি ওজন কমতে পারে। শুধু তাই নয়, দু'জন মানুষ যদি পরস্পরকে ৩০ মিনিট ধরে চুমু খান, সেক্ষেত্রেও ঝরতে পারে ৬৮ ক্যালোরি।

এতো গেল প্রিয় মানুষের ঠোঁটে একে দেওয়া গভীর চুম্বনের কাহিনি। তবে শুধু চুম্বন নয়, দেহের অতিরিক্ত ওজন ঝরাতে সহায়ক হতে পারে শারীরিক মিলনও।

ভালবাসার মানুষটির সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠতার মুহূর্ত যদি খুব রোমাঞ্চকর হয়ে ওঠে, তা হলে আপনার অজান্তেই ২৩০ ক্যালোরি ওজন ঝরিয়ে ফেলছেন আপনি।

এতে মানসিক পরিতৃপ্তিও হল, সঙ্গে উপরি পাওনা হিসাবে আপনার বাড়তি মেদ ঝরে গিয়ে আপনাকে করে তুলল ঝরঝরে এবং তরতাজা।

Link copied!