ছোটবেলা থেকে একটা কথা শুনে আমরা কম-বেশি সবাই অভ্যস্ত- ‘সাজগোজ মেয়েদের ব্যাপার’। আসলে নিজের যত্ন ছেলে-মেয়ে সবারই নেয়া উচিত। এতে ত্বকের সৌন্দর্য বজায় থাকে, পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়ে যায়।
খুব কঠিন কোনো উপায়ে রূপচর্চা করতে হবে, এমন নয়। বরং নিজের মতো করে একটি নিয়ম তৈরি করে নেওয়া যায়। ত্বক পরিচর্যার ক্ষেত্রে ছেলেদের করণীয় জেনে নিন-
১) রোজ সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। যদি সকালে শরীরচর্চার অভ্যাস থাকে, তা হলে ব্যায়ামের পর আরও একবার মুখ ধুতে হবে ভালোভাবে। যাতে মুখে কোথাও ঘাম না জমে থাকে।
২) শেভ সময় বিশেষ যত্ন নিন। বারবার যেন ব্লেডে গাল কেটে না যায়।
৩) শেভের পরে নিয়ম করে ময়শচারাইজার ব্যবহার করুন। রোজ ব্লেড ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকের আর্দ্রতা বাড়ানোর জন্য ময়শ্চারাইজার খুবই জরুরি।
৪) রোজ বেরোনোর আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করাও জরুরি। ত্বকে দাগ, ছোপ পড়তে শুরু করে একটু বয়স বাড়লেই। সানস্ক্রিন ব্যবহার করলে কিছুটা সমস্যা এড়ানো সম্ভব হতে পারে।
৫) রাতে বাসায় ফেরার পর ফেসওয়াস দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
৬) সপ্তাহে একদিন পরিমাণমতো বেসন, লেবু, কলা ও দই দিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এতে ত্বক মসৃণ হবে। ত্বকের লাবণ্য ধরে রাখা যাবে।