নীরব ঘাতক প্লাস্টিক থেকে যেভাবে কমাবেন স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

জুন ৫, ২০২৩, ০৪:০৭ পিএম

নীরব ঘাতক প্লাস্টিক থেকে যেভাবে কমাবেন স্বাস্থ্যঝুঁকি

দৈনন্দিন জীবনে প্রায় সবকিছুতেই প্লাস্টিকের ব্যবহার। এক রকম প্লাস্টিকেরই রাজত্ব। কোথায় নেই এই প্লাস্টিক? চাইলেও কেউ আর এর থেকে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু এই সহজলভ্য প্লাস্টিক যে নীরব ঘাতক সেটা জেনেও যেন আমরা কিছুই জানি না। 

খাবার পণ্যে প্লাস্টিক সামগ্রীর ব্যাবহার পেটের রোগ, হরমোনের বিভিন্ন সমস্যা, লিভারের সমস্যা এমনকি অনেক ক্ষেত্রে ক্যানসারের মতো ভয়ঙ্কর রোগের জন্যও দায়ী। তবে প্লাস্টিক সম্পর্কে একটু সচেতনতা জনগণের স্বাস্থঝুঁকি কিছুটা হলেও কমাবে।

স্বাস্থ্যঝুঁকি কমাতে এক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করে প্লাস্টিক পণ্যের নীচের দিকে থাকা ত্রিকোণ রিসাইকেলের চিহ্নটি। প্রায় সব ধরনের প্লাস্টিকের পন্যের গায়েই দেখতে পাওয়া এসব  চিহ্ন  বলে দেয় পণ্যটি কে কতোটুকু মানসম্মত ভাবে তৈরি করা হয়েছে, এর ব্যবহার কেমন হবে, পরিবেশেই বা এর প্রভাব কতোটুকু।

ত্রিকোণ ওই চিহ্নের মাঝে ১-৭ পর্যন্ত যেকোনো একটি সংখ্যা দেয়া থাকে। কোন সংখ্যা কি নির্দেশক হিসেবে দেয়া থাকে সেগুলৈা তুলে ধরা হলো।

ত্রিকোণের মাঝে ১ থাকলে, বুঝতে হবে পন্যেটি তৈরি করতে পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। যা কিনা একবার মাত্র ব্যবহারযোগ্য। এর একবারের অধিক ব্যবহার স্বাস্থের জন্য ক্ষতিকারক। তবে এ ধরনের পণ্য রিসাইকেল করা যায়।

ত্রিকোণ ওই চিহ্নের মাঝে ২ থাকলে বুঝতে হবে এই ধরনের প্লাস্টিক পণ্য তৈরিতে ঘন পলিথিন ব্যবহার করা হয়েছে। মূলত শ্যাম্পু ডিটারজেন্ট, গাড়ির তেল, জুস রাখার ক্ষেত্রে এই ধরনের পন্য ব্যবহার হয়। এটি তুলনামূলক নিরাপদ। একে রিসাইকেলও করা যাবে।

ত্রিকোণ ওই চিহ্নের মাঝে ৩ থাকলে ধরে নিতে হবে এই ধরনের পণ্য বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এই পণ্য তৈরি হয় ‘পলি ভিনাইল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ থেকে। এতে মানুষ এর  অস্থিমজ্জার সমস্যা ও লিভারের সমস্যা হওয়ার পাশাপাশি ক্যানসার হওয়ার ও আশঙ্কা থাকে। ‘পিনাট বাটার’ রাখতে এই ধরনের পণ্যের ব্যবহার হয়।

ত্রিকোণ ওই চিহ্নের মাঝে ৪ থাকলে বুঝতে হবে এই ধরনের প্লাস্টিক বহু ব্যবহারের উপযোগী। বিশেষ করে, প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন প্রচুর দেখা যায়। খুব দামি বোতলে এই চিহ্ন থাকে।

ত্রিকোণ ওই চিহ্নের মাঝে ৫ থাকলে বুঝা যাবে চিহ্নিত প্লাস্টিকের পণ্য একদম নিরাপদ এবং নিশ্চন্তে ব্যবহার যোগ্য। আইসক্রিম কাপ বা সিরাপের বোতল অথবা খাবারের কন্টেইনারে এই ধরনের চিহ্ন দেখা যায়।

বোতলের গায়ে ৬ অথবা ৭ চিহ্নিত থাকলে একে প্লাস্টিকের জন্য‘রেড কার্ড’ বলা হয়।এই ধরনের প্লাস্টিক মারাত্মক রকমের ক্ষতিকারক। কারণ এই ধরনের প্লাস্টিক তৈরি হয় পলিস্টিরিন এবং পলিকার্বোনেট বিসপেনল-এ। এটা মানুষের মধ্যে হরমোনাল নানা  সমস্যা তৈরি করে। ক্রমাগত এধরনের প্লাস্টিকের ব্যবহার ক্যানসারের প্রবণতা বাড়ায়।

তাই, চোখ বন্ধ করে, কিংবা বাহারি বিজ্ঞাপনে ভুলে যে কোনো প্লাস্টিকের বোতল ব্যবহারের আগে আমাদের উচিত  এক মিনিট সময় খরচ করে সবার আগে বোতলের এই ত্রিকোণ চিহ্নটা একবার দেখে নেওয়া। কে জানে হয়তো আমর আপনার এই এক মিনিটের বাড়তি সতর্কতা আমাদের বাঁচাতে পারে অনেক গুলো বাড়তি টাকার খরচ এবং একই সাথে মহা মূল্যবান জীবন। সতর্কতা দেয় নিরাপত্তা আর নিরাপত্তাই নিশ্চিত করে সুস্থতা।

Link copied!