দেশের অন্যতম জনপ্রিয় পোষাক এবং ফ্যাশন হাউজ দেশাল ফেব্রুয়ারির ১ তারিখে রাজধানীর বনানীতে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করতে যাচ্ছে। দেশাল কর্তৃপক্ষ বলছেন, এই ফ্ল্যাগশিপ স্টোরটির মাধ্যমে দেশাল ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছাতে চায়।
২০০৫ সালের ১০ এপ্রিল ইশরাত জাহান, সবুজ সিদ্দিকী ও কনক আদিত্য- এই তিন বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করে দেশাল। শাহবাগের আজিজ সুপার মার্কেটে একমাত্র আউটলেট দিয়ে শুরু করা দেশালের এখন বনানীর নতুন ফ্ল্যাগশিপ স্টোরসহ মোট ৬টি আউটলেট এবং অনলাইন স্টোর রয়েছে।
একদম প্রথম থেকেই ডিজাইন ও সুতোর বুননে দেশাল তুলে ধরতে চেয়েছে স্থানীয় ও আদি সংস্কৃতিকে। পোশাক, গহনা ও ঘরসজ্জার নানা পণ্য তৈরিতে দেশাল প্রধান্য দিয়েছে হাতের তাঁত, হাতের কাজ এবং নির্মাতার শিল্পীসত্তাকে। এবার এগুলোর সাথেই আধুনিকতার মিশ্রণ ঘটাতে আরও বিশ্বমানের বিচিত্র ফ্যাব্রিক, পাওয়ারলুমের ব্যবহার এবং সাম্প্রতিক ডিজাইন নিয়ে হাজির হচ্ছে দেশাল।
২০২৩ সালের মধ্যে দেশজুড়ে দ্বিগুন সংখ্যক আউটলেট নিয়ে ক্রেতাদের একদম দোরগোড়ায় পৌঁছাতে চায় দেশাল। ব্যবহারকারীবান্ধব ওয়েবসাইটের মাধ্যমে দেশাল- অনলাইন কেনাকাটাকেও নিতে চায় ভিন্ন উচ্চতায়।