লন্ডনে আন্তর্জাতিকমানের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৭:০৩ পিএম

লন্ডনে আন্তর্জাতিকমানের ‘টপ মডেল’ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বিশ্বের শীর্ষস্থানীয় মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট ‘টপ মডেল’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা।

টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড ও টপ মডেল ইউকের যৌথ তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। টপ মডেল বাংলাদেশের আয়োজকরা এক বিবৃতিতে জানান, ২০০৭ সাল থেকে লন্ডনে মডেল অনুসন্ধান এবং ফ্যাশন ইভেন্ট টপ মডেল অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামিদামি মডেলরা এই উৎসবে অংশ নেন। তাদের মধ‌্য থেকে টপ মডেলের অ‌্যাওয়ার্ড প্রদান করা হয়।

শুরুর পর থেকে এ প্রতিযোগিতা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা ও সফলতা পেয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবার বাংলাদেশে মডেল অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী বাংলাদেশি নারী ও পুরুষেরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্দিষ্ট নিবন্ধন ফি'র বিনিময়ে পাঁচ বিভাগে তারা আবেদন করতে পারবেন।

সংস্থাটি জানায়, এসব বিভাগ থেকে কয়েক ধাপে নারী বা পুরুষ বিজয়ী চূড়ান্ত হবেন। তারপর আগামী ১৭ সেপ্টেম্বর লন্ডলের মূলপর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন বিজয়ীরা। টপ মডেল প্রতিযোগিতায় নিবন্ধনের ঠিকানা: https://www.topmodelbangladesh.com

‘টপ মডেল’ প্রতিযোগিতার এ আয়োজনে বাংলাদেশের সমন্বয়ক হিসেবে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে লন্ডনের একটি হোটেলে ‘টপ মডেল ২০২১ এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম এশিয়ান মডেল (নারী)  আইরিশ মডেল হিসেবে জয়ী হন প্রিয়তি। এছাড়াও প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ‌্যাওয়ার্ড, পার্সোনাল স্টাইল অ‌্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

Link copied!