চাকরিচ্যুত হয়ে কর্মক্ষেত্র গুঁড়িয়ে দিলেন ক্ষুব্ধ কর্মী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৪:৩৮ পিএম

চাকরিচ্যুত হয়ে কর্মক্ষেত্র গুঁড়িয়ে দিলেন ক্ষুব্ধ কর্মী

চাকরিচ্যুত হয়ে ক্ষুব্ধ হয়ে কর্মক্ষেত্র গুঁড়িয়ে দিয়েছেন কানাডার এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার ওই কাণ্ডের ভিডিও। সম্প্রতি ক্যালগেরি শহরে ঘটা ওই ঘটনার ভিডিওধারণ করেন এক প্রত্যক্ষদর্শী। এতে দেখা যায়, এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে লেকপাড়ের একটি দোতলা ভবন ভেঙে দিচ্ছেন এক ব্যক্তি।

যে ব্যক্তি ভবনটি ভেঙেছেন, তিনি ওই ভবনে কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন। আর সে জন্যই মালিকের ওপর ক্ষোভ এবং রেগে গিয়ে সাবেক কর্মক্ষেত্র ওই ভবন গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

গত ২৮ জুলাই টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টদাতা এর ক্যাপশনে লিখেছেন, আমাদের লেকহাউজের কাছে চাকরিচ্যুত ক্ষুব্ধ এক কর্মচারী এক্সকাভেটর দিয়ে পুরো ভবনটি ধ্বংস করে দিয়েছে।

ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে প্রায় চার হাজার মার্কিন ডলারের সম্পত্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভবনের মালিক জর্ডি নিউল্যান্ডস বলেছেন, তাঁর একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। যা ঘটেছে তা অবিশ্বাস্য।

Link copied!