তালেবানকে ধ্বংসের শপথ সুবর্ণর!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ১২:৫৮ এএম

তালেবানকে ধ্বংসের শপথ সুবর্ণর!

তালেবান ধ্বংসের শপথ নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক সুবর্ণ আইজ্যাক বারী। সুবর্ণ বলেছে, সে ২০৪৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হলে সে তালেবানকেও ধ্বংস করবে। ইউটিউবে তার অফিসিয়াল চ্যানেলে ‘বারী সায়েন্স ল্যাব’ এ দেওয়া এক ভিডিওতে সুর্বণ এসব জানিয়েছে।

ভিডিওতে সুবর্ণ আরো বলেছে, ২০৪৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিশ্চিত করবো যে, আফগানিস্তানে তালেবানের কোন চিহ্ন রাখবো না। এমনকি অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীকেও আফগানিস্তান থেকে নিশ্চিহ্ন করে ফেলবো।

ভিডি বার্তায় সুবর্ণ দৃঢ় কণ্ঠে বলেছে, আমি কী করে গণিতের সমস্যা সমাধান করবো যেখানে তালেবানরা পাকিস্তানের পেশাওয়ারে ১৩০ স্কুল শিক্ষার্থীকে হত্যা করে? কীভাবে আমি পদার্থবিজ্ঞানে মনোনিবশ করবো যেখানে সন্ত্রাসীরা ঢাকায় হলি আর্টিজানে হামলা করে ২৯ জনকে হত্যা করে? কীভাবে আমি রসায়নের সমস্যা সমাধান করবো যেখানে জয়শ-ই-মুহাম্মাদের জঙ্গিরা পুলওয়ামায় ৪০ ভারতীয় সেনাকে হত্যা করে?

বাংলাদেশি বংশোদ্ভূত এই বিস্ময়বালক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যিালয়ে এবং নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয় তার মেধার স্বীকৃতি দিয়েছে। সুবর্ণ ভারতের মুম্বাইয়ের রুইয়া ইউনিভার্সিটি কলেজের পদার্থ বিজ্ঞানের ভিজিটিং অধ্যাপক হিসেবে মনোনিত হয়েছে।

Link copied!