প্রেমিক-প্রেমিকার পরিবারের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২১, ০৭:০১ পিএম

প্রেমিক-প্রেমিকার পরিবারের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রেমের সম্পর্কের জেরে পাবনার সুজানগর উপজেলায় প্রেমিক ও প্রেমিকার পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের বারোভাগিয়া গ্রামে চলা এ সংঘর্ষে প্রেমিকের পরিবারের ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

সুজানগর থানা ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারোভাগিয়া গ্রামের মোবারক মোল্লার কলেজ পড়ুয়া ছেলে শওকত মোল্লা ও বক্কার বিশ্বাসের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী তানিয়া খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।প্রেমিক শওকত মোল্লা মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, প্রেমিকা তানিয়া স্থানীয় কামালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।  তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই জেরে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রেমিকার চাচাতো ভাই আনিছ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রেমিক শওকত মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে বাধা দেওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালালে প্রেমিক শওকত মোল্লার  চাচা আজাহার মোল্লা, আজগর মোল্লা ও চাচাতো ভাই খায়রুল মোল্লা গুলিবিদ্ধ হন। শওকত মোল্লার ওপর চাচাতো ভাই কামাল হোসেন মোল্লা বিষয়টি থানা পুলিশকে জানান।

গুলিবিদ্ধ আজগর মোল্লা ও খায়রুল মোল্লাকে স্থানীয় সুজানগর হাসপাতালে এবং গুরুতর অবস্থায় আজাহার মোল্লাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সুজানগর থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার সংবাদ জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!