ভরা আদালতে হাত কেটে আত্মহত্যার চেষ্টা!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৬:০৭ পিএম

ভরা আদালতে হাত কেটে আত্মহত্যার চেষ্টা!

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক বিচারাধীন আসামি। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে পশ্চিমবঙ্গের চুঁচুড়া আদালতে ওই বন্দিকে তোলা হয়েছিল।

সেখানেই ওই আসামি তার বাম হাতের শিরা কেটে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিচারাধীন ওই আসামির নাম গৌতম কুণ্ডু। চুঁচুড়া থানার অন্তর্গত টালিখোলার বাসিন্দা ৩৩ বছরের গৌতমকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সাল থেকে জেলে বন্দি ছিলেন তিনি।

শুক্রবার সকালে ওই দু’জনকে বিশেষ আদালতের বিচারক অনুপম মাইতির এজলাসে তোলা হয়েছিল। তবে কোনও কিছু বুঝে ওঠার আগেই ভরা এজলাসে ব্লেড দিয়ে বাম হাতের শিরা কেটে ফেলেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দীর্ঘ দিন ধরে তার মামলায় অগ্রগতি হচ্ছিল না বলে অভিযোগ। সে জন্যই ব্লেড দিয়ে হাতের শিরা নিজেই কেটে ফেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

Link copied!