সবাই ঘরমুখো হলেও তারা রাজধানীতে ঢুকছেন বিমানে চড়ে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২২, ০৮:২৮ পিএম

সবাই ঘরমুখো হলেও তারা রাজধানীতে ঢুকছেন বিমানে চড়ে

রবিবার দেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদ উপলক্ষে যখন সবাই নাড়ির টানে বাড়ির দিকে ছুটছেন, তখন এক শ্রেণির মানুষ একটু বেশি রোজগারের আশায় ছুটছেন রাজধানী ঢাকাসহ প্রধান প্রধান শহরে। পরিবহন সঙ্কটের কারণে বা সময় মতো পৌঁছাতে না পারার সন্দেহ থেকে তাদের অনেকেই বিমানে চড়ে ঢাকায় প্রবেশ করছেন। পেশায় এরা সবাই কসাই। কোরবানির পশু জবাই ও মাংস তৈরির জন্য ঢাকাসহ অন্যত্র পাড়ি জমাচ্ছেন তাঁরা।

ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও কাটাকাটি নিয়ে রাজধানীবাসীকে বেশ ঝামেলা ও ভোগান্তি পোহাতে হয়। কারণ এই সময়টাতে কসাইদের বেশ সংকট থাকে। এ অবস্থায় ঈদের ছুটিতে অনেকেই যখন বাড়ি ফিরছেন তখন উত্তরাঞ্চলের কসাইরা ভিড় করছেন ঢাকায়। বাস-ট্রেনের পাশাপাশি অনেকে বিমানে করেও ঢাকায় আসছেন বলে জানা গেছে। ঈদের তিন থেকে চার দিন তারা ঢাকায় অবস্থান করে বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজ করবেন। 

জানা যায়, কসাইদের অনেকেই ঢাকায় পৌঁছে গেছেন। ঢাকায় যাওয়ার আগেই তারা চুক্তি করে যান পশু জবাই ও মাংস কাটার দরদাম নিয়ে। কারা কারা পশু জবাই দেবেন তাদের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হন তারা।

দিনাজপুরের বিমানের টিকিট বিক্রেতা বেঙ্গল ট্রাভেলসের মালিক তোফায়েল আহম্মেদ জুয়েল গণমাধ্যমকে বলেন, “প্রায় ১৫ থেকে ২০ জন কসাই আমার কাছে বিমানের টিকিট নিয়েছেন। দিনাজপুরের বিমানের আরও যারা টিকিট বিক্রি করেন তাদের মাধ্যমেও কসাইরা ঢাকায় যাচ্ছেন।কসাইদের অনেকে ফিরতি টিকিটের জন্যও বুকিং করে রেখেছেন।” বেশিরভাগ কসাই বাংলাদেশ বিমানে করে ঢাকায় যাচ্ছেন বলেও তিনি জানান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিস থেকে জানা যায়, সৈয়দপুর থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় যেতে ২৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। বেসরকারি নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স নিচ্ছে ৩০০০ টাকা ভাড়া।

Link copied!