১ টাকায় ঈদের জামা, চট্টগ্রামে ছাত্রলীগের নেতার ভিন্নধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২২, ০১:৫০ এএম

১ টাকায় ঈদের জামা, চট্টগ্রামে ছাত্রলীগের নেতার ভিন্নধর্মী উদ্যোগ

ইদুল ফিতর উপলক্ষে ভাসমান পথশিশুদের কাছে এক টাকার বিনিময়ে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে সাড়া দিয়েছে পথশিশুরা। নতুন পোশাক পেয়ে তারাও আনন্দে মেতেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে ভাসমান পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ এই কর্মসূচি শুরু করেছেন।

নুরুন নবী সাহেদ বলেন, ‘প্রথমদিনে আমরা ৩০০ পথশিশুর মাঝে পোশাক বিতরণ করেছি। এক টাকার বিনিময়ে ছেলেমেয়েরা এসে পোশাক কিনে নিয়েছেন।  পোশাকের মধ্যে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কামিজ ছিল।’ এই কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে। শেষ দিনে এক টাকার বিনিময়ে সেমাই, নুডলস, চিনি, শরবত তৈরির উপকরণ দেয়া হবে বলে নুরুন নবী সাহেদ জানিয়েছেন।

 

Link copied!