১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি করবেন সোহেল তাজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৬:১৭ পিএম

১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি করবেন সোহেল তাজ

১০ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনের দিন উপলক্ষে নিজের বেশ কিছু দাবির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, `আগামী ১০ এপ্রিল ২০২২, রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪ টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব।

তিনি আরও লিখেছেন, ‘‘যেহেতু ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিলো তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে “।

 
Link copied!