ভিসা নিষেধাজ্ঞার আশায় বিএনপির দিন চলে যায়: কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৪, ০১:৪৪ পিএম

ভিসা নিষেধাজ্ঞার আশায় বিএনপির দিন চলে যায়: কাদের

ওবায়দুল কাদের। সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়। আশাটা আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকে। নির্বাচনও তো শেষ। নির্বাচন করেনি, (বিএনপি) কত বড় ভুল করেছে অচিরেই তারা সেটা টের পাবে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি।

বিএনপি ডামি বিরোধী দল মন্তব্য করে কাদের বলেন, ‘ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। আশা হারিয়ে ফেলেছে, সবার মধ্যে এখন হতাশা।’

আন্দোলনের সামে সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আন্দোলন চালান কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি রোজগারে ও গরীব মানুষকে বাধা দেবেন, আন্দোলনের নামে হরতাল অবরোধ, ট্রেনে আগুন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস করবেন; এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

Link copied!